বাসাইলে মাদকসহ দুই ভাই আটক - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে মাদকসহ দুই ভাই আটক

    বাসাইল প্রতিনিধি:

    টাঙ্গাইলের বাসাইলে মাদকসহ দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

     

    বাসাইলে মাদকসহ দুই ভাই আটক

     বুধবার(১৮ জুন) রাত ন’টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ওই এলাকার আছরউদ্দিনের ছেলে তানভীর(২৫) এবং তাওহীদ(২২)। রাতেই তাদেরকে বাসাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানাযায় দির্ঘদিন যাবত তারা ঢাকা থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক এনে এলাকায় ব্যবসা করে আসছিলো। বুধবার  রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৩২পিচ ইয়াবা,২০ গ্রাম গাঁজা,৬টি মোবাইল ফোন,৫টি দেশীয় অস‌্র এই অতিরিক্ত ৫টি মোবাইল সিমকার্ড এবং নগদ প্রায় ৩৫ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

    তিনি আরো বলেন,সেনাবাহীনীর সাথে আভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।রাতেই আসামীদেরকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহীনী।মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের নামে বাসাইল থানায় নিয়মিত মামলা (মামলা নং ৬,তারিখ ১৯ জুন) দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728