শিশু অধিকার নিশ্চিত করতে ঘাটাইল সিডিপির বিশেষ ক্যাম্পেইন
ঘাটাইল প্রতিনিধি :
শিশু অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে এক বিশেষ ক্যাম্পেইনের করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিডিপি প্রাঙ্গণে এ উপলক্ষে পুতুল নাচ, নাটক, গান, নৃত্য এবং আলোচনা সভার মাধ্যমে শিশু অধিকার, শিশু শ্রম ও বাল্য বিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হান্নান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিডিসির চেয়ারপার্সন ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান, ভাইস চেয়ারপার্সন ফনিন্দ্র লাল পাল,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের চেয়ারপার্সন মোঃ রফিকুল ইসলাম খান প্রমুখ।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
ক্যাম্পেইনে বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে তাদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাজকে সচেতন করতে উদ্যোগী হয়।
বিশেষ অতিথিরা শিশু অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন।
No comments