বাসাইল পৌরসভার বাজেট ঘোষনা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইল পৌরসভার বাজেট ঘোষনা

    এমকে ভুইয়া সোহেল:

    টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ২০২৫-২৬অর্থ বছরের জন্য সাড়ে ১৬ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার(১৬ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগমের সভাপতিত্বে বাজেট সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠানে এই বাজেট ঘোষনা করা হয়।

    বাসাইল পৌরসভার বাজেট ঘোষনা

    পৌর-প্রশাসক চলতি ২০২৫-২৬ অর্থবছরের  জন্য ১৬ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৩২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। ।

     প্রস্তাবিত বাজেটে উন্নয়ন বরাদ্দ বাবদ ১২ কোটি ৩০লক্ষ ৪৮হাজার ১৭৬ টাকা এবং রাজস্ব আয় বাবদ ৪ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৮৫৬ ধরা হয়েছে।

    পৌরপ্রশাসক বলেন,বাসাইল একটি নিচু এলাকা বিষয়টি মাথায় রেখে পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়নকে প্রাধান্য দেয়া হয়েছে বাজেটে।বর্তমানে বাসাইল পৌরসভা যে অবস্থানে আছে আমরা তার থেকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে চাই।এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা চাই।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জালাল উদ্দিন, বিআরডিবি’র চেয়ারম্যান ইউসুফ আলী খান, পৌর বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান তুহিন,জামায়াতে ইসলামী’র জেলা এ্যাসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল অধ্যাপক সফিকুল ইসলাম খান,উপজেলা আমীর আফজাল হোসেন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম,উপজেলা যুবদলের সদস্য সচিব  শাহাআলম ভুইয়া, সাবেক কমিশনার সোহানুর রহমান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728