বাসাইলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

    বাসাইলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্সস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় এ পুরস্কারের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর আব্দুল মান্নান, সহকারী পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল,শহীদ রওশন আলী খান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সানোয়ার হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন।

    অনুষ্ঠানে এসএসসিতে ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ১৮জনকে ১০ হাজার টাকা করে ও এইচএসসিতে ২০২২ ও ২০২৩ সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী ২০জনকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এসময় তাদের মাঝে ক্রেস্ট ও সনদও বিতরণ করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728