এলেঙ্গায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    এলেঙ্গায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

    রাইসুল ইসলাম লিটন:


    টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ  অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে।

    এলেঙ্গায় পুলিশের অভিযানে ৮  জুয়াড়ি আটক

    আটককৃত হলেন,এলেঙ্গা পৌর এলাকার মশাজানের মৃত আজমত আলীর ছেলে আব্দুল আজিজ (৫২), একই এলাকার মৃত মহর বেপারীর ছেলে আনছের আলী (৬০),এলেঙ্গার মৃত নলনির ছেলে সুমন বনিক (৪২), মৃত দুলু শেখের ছেলে আমজাদ হোসেন (৬৭) সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার (৫৫),বাঁশি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে হালিম (৫৩) ও পৌলী এলাকার মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে হযরত আলী (৭৩) ও বানিয়াবাড়ীর মৃত সুবলের ছেলে অমূল্য ঘোষ (৬৫)। তাদেরকে শুক্রবার (১৮ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

    কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান,  বৃহস্পতিবার  (১৭ জুলাই) রাতে  এসআই মুহাম্মদ আছাদুজ্জামান ও এএসআই রায়হান আলীর  নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এলেঙ্গা পৌর এলাকার  বলাই ঠাকুরের ছাপড়া ঘরে গোপন সংবাদের ভিত্তিতে একটি  অভিযান পরিচালনা করেন । অভিযানে দেখা যায়, বিদ্যুতের আলো জ্বালিয়ে একদল ব্যক্তি তাস ও নগদ টাকায় জুয়া খেলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাৎক্ষণিকভাবে    ৮ জনকে আটক করে পুলিশ।

    এ সময় পুলিশ তাদের নিকট  থেকে ১টি     কম্বল, ৩ সেটে মোট ১৫৬টি তাস এবং মোট ৬৭ হাজার ৫শত  টাকা জব্দ করে। 

    আটককৃতদের বিরুদ্ধে  ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728