বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    মো:মিলন ইসলাম :

    গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসাইল উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠন। 

    বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    বৃহঃবার (১৭ জুলাই) বিকেলে বাসাইল বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা আমীর আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এ্যাসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমীর আফজাল হোসেন,সেক্রেটারী আমিনুল ইসলামসহ অন্যরা।


     অধ্যাপক শফিকুল ইসলাম খান বলেন,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাদের পোষা সন্ত্রাসী বাহিনী দ্বারা গোপালগঞ্জে এনসিপি’র নেতাকমর্ীদের উপর যে হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই।আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এমন নারকীয় একটি ঘটনা ঘটানো হলো প্রশাসন এর দায় এড়াতে পারে না । এ ঘটনায় যারা জড়িত দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের দ্বায়িত্বহীনতা বা যদি তারা এঘটনায় কেউ সম্পৃক্ত থাকে সঠিক তদন্ত করে তাদেরকেও শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728