বাসাইলে লাবীব গ্রুপের সৌজন্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে লাবীব গ্রুপ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে ১০০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও অসুস্থ ১৩০ জন দরিদ্রদের মাঝে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আকলিমা বেগম।
বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন , লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদুল হাসান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা,জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান বাসাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
No comments