টাঙ্গাইলে প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    ইমাম হাসান সোহান

    টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর আয়োজনে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ২৭ ও ২৮ আগস্ট সার্কিট হাউজ সম্মেলন কক্ষ, টাঙ্গাইলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

    টাঙ্গাইলে প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর উপসচিব, অতিরিক্ত পরিচালক (ভাষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, স্থানীয় সরকার, টাঙ্গাইলের উপপরিচালক (উপসচিব) মোঃ শিহাব রায়হান, টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।

    স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর উপসচিব, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম। সমাপনী দিনে (২৯ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানরে সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম ও অতিরিক্ত পরিচালক (ভাষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। 

    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম ও সময়ের সাত্যিকণ্ঠ-সম্পাদক কবি আযাদ কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট আবৃত্তিশিল্পী বি এম হারিস ও অধ্যাপক মো. লুৎফর রহমান।উল্লেখ্য য, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০(পঞ্চাশ)জন শিক্ষক-প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728