বাসাইলে কলেজছাত্রকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে সাগর নামের এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে নিহতের পরিবার, এলাকাবাসী ও তার সহপাঠীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেনÑ নিহতের মা পারভীন বেগম, বোন সিনহা আক্তার, খালা বিউটি আক্তার, সাগরের সহপাঠী ফাহাদ ও খাইরুল প্রমুখ।  
বক্তারা বলেন, ‘এলাকার ৯০ জন মিলে নৌকাভ্রমণে গিয়ে এদের মধ্যে সাগর নিখোঁজ হয়। তারা গিয়েছিল বাসাইল ও সখীপুর উপজেলার সিমান্তবর্তী বংশাই নদীর পাথরঘাটা এলাকায়। কিন্তু সাগরের লাশ পাওয়া গেছে দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারোপাখিয়া গ্রামের লৌহজং নদীতে। সাগরকে পরিকল্পিতভাবে হত্যার পর তার লাশ নদীতে ফেলে রাখে দুর্বৃত্তরা। মনে হচ্ছেÑ নৌকাভ্রমণে যাওয়া লোকজনের মধ্যে থেকেই কেউ এই হত্যাকা-ের সাথে জড়িত। এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করলেই এ হত্যাকা-ের রহস্য বেড়িয়ে আসবে। আমরা সাগর হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তি দাবি করছি।’  
নিহত সাগর বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ভৈরপাড়া গ্রামের প্রবাসী বাদশা মিয়ার ছেলে। সে করটিয়া এইচএম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। গত ১৮ আগস্ট নৌকাভ্রমণে গিয়ে সাগর নিখোঁজ হয়। নিখোঁজের ১৭দিন পর ৫ সেপ্টেম্বর নানার বাড়ি দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারোপাখিয়া গ্রামের লৌহজং নদী থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেলদুয়ার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে ৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এরআগে নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয় বাসাইল থানায়।

 
 
 
 
 
 
No comments