ঘাটাইলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত
ঘাটাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে একটি ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের মধ্যে একটি কার্যকর সমন্বয় গড়ে তোলা, যাতে শিক্ষা পরিবেশ আরও সহানুভূতিশীল ও ফলপ্রসূ হয়। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রাফিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
প্রায় ২০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে সেমিনারটি ছিল প্রাণবন্ত ও আন্তরিক আলোচনায় ভরপুর। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ মুক্তভাবে নিজেদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। আলোচনায় উঠে আসে বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও তা উত্তরণের উপায়।
প্রধান অতিথি মো: রাফিউল ইসলাম বলেন,শিক্ষার উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয় অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ আগামী দিনে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।”
উপস্থিত অতিথিরা ঘাটাইল সিডিপির এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
এই সেমিনার ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিক্ষা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

 
 
 
 
 
 
No comments