বাসাইলের কলিয়ায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া খানবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
কাউলজানী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক আইরিন সাবিহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল পৌর মহিলা দলের সভাপতি রোকসানা খান, কাউলজানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিদুর রহমান, কলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার খান সূর্য্য, সাধারণ সম্পাদক আউলাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাকসুদুল হক খান মাসুুদ। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আহমেদ আযম খানকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার ঘোষণা দেন।

 
 
 
 
 
 
No comments