বাসাইলে আর্মি ক্যাম্প কমান্ডারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এটিএম ফজলে রাব্বি প্রিন্স  বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বাসাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, বাসাইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এটিএম ফজলে রাব্বি প্রিন্স রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরির্দশন করেন। এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি। সেখানে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
এদিকে, পরিদর্শন চলাকালে বাসাইল আর্মি ক্যাম্প কর্তৃক নিয়োজিত টহল দল সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। ক্যাম্প কমান্ডারের এ পরিদর্শন পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রসঙ্গত, বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় এবার ৬৮টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

 
 
 
 
 
 
No comments