বাসাইলের কাশিলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলের কাশিলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। 

    বাসাইলের কাশিলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিল বটতলায় উপজেলা বিএনপির ব্যানারে ও উপজেলার নিপীড়িত নেতাকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বটতলা এলাকায় সড়ক প্রদক্ষিণ করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী খলিলুর রহমান খোকা। 


    বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করটিয়া সা’দত কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান লিটন, বিএনপি নেতা মানিক মোহাম্মদ তোহা, যুবদল নেতা আরিফুল ইসলাম, শহীদুল্লাহ, বিএনপি নেতা উজ্জল, সারোয়ার চৌধুুরী, আব্দুল হান্নান খলিফা, ফারুকুল ইসলাম ও আয়নাল জমাদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728