গোপালপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    গোপালপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ঘাটাইল প্রতিনিধি: 

    টাঙ্গাইলে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র আয়োজনে বুধবার দিনব্যাপী গোপালপুর উপজেলায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য উপজেলা পর্যায়ের ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা।

    গোপালপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    প্রতিযোগিতায় উপজেলার ২৮টি বিদ্যালয়ের মোট ৮৪ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের প্রতিভা, মননশীলতা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে।

    দিনব্যাপী প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তুহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার কামরুন্নাহার।

    অতিথিবৃন্দ তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ভাষা দক্ষতা উন্নয়ন ও মেধার বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।

    এবারের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সেরা পাঁচজন শিক্ষার্থীকে অভিধান, সুভেনির এবং সনদপত্র প্রদান করা হয়।

    গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়ন, শিশু অধিকার, স্বাস্থ্য ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমে কাজ করে আসছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728