বাসাইলের কাউলজানীতে মাদক সেবন ও ব্যবসা বন্ধসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলের কাউলজানীতে মাদক সেবন ও ব্যবসা বন্ধসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইলে মাদক সেবন ও মাদক ব্যবসা বন্ধসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাউলজানী বোর্ড বাজারে এ মানববন্ধনের আয়োজন করে যুব সমাজ।

    বাসাইলের কাউলজানীতে মাদক সেবন ও ব্যবসা বন্ধসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


    এসময় উপস্থিত ছিলেন ফুলকি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম, ব্যবসায়ী খোরশেদ আলম, সমাজসেবক হাজী নাছিম খান, সবুজ খান, কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, স্থানীয় রাজু আহমেদ খান, কাউলজানী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন খান, স্থানীয় আমিনুল ইসলাম খান, কাউলজানী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ সিকদার, স্থানীয় রানা খান প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, ‘কাউলজানী, মহিষখালী, বাদিয়াজান, মান্দারজানি, মলিয়ানপুর, কলিয়া ও সুন্যাসহ বিভিন্ন গ্রামে মাদকের বিস্তার বেড়েই চলছে। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে কিভাবে এই রাস্তা থেকে ফেরানো যায়Ñ এসব বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করি। কাউলজানী এলাকায় মাদক ব্যবসার মূলহোতাদের একটি তালিকা আমরা ইউএনও’র কাছে জমা দিয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার দুর্গোৎসবের শেষ সময়ে সন্ধ্যায় কয়েকজন যুবক মদ খেয়ে কাউলজানী বোর্ড বাজারে মাতলামি শুরু করে। এদের নিজেদের মধ্যেই হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেসময় যুব সমাজ নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা আরও ক্ষিপ্ত হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদক সেবন, মাদক ব্যবসা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728