বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাসাইলে মহিলা দলের দোয়া মাহফিল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাসাইলে মহিলা দলের দোয়া মাহফিল

    নিজস্ব প্রতিবেদক : 



    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

     

    বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাসাইলে মহিলা দলের দোয়া মাহফিল

     বুধবার (৩ ডিসেম্বর) দলের স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি।

    এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মর্জিনা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি রোকসানা খানম প্রমুুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তারা বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

    প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবার ও বিএনপি’র পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728