সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ খান মানুর ইন্তেকাল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ খান মানুর ইন্তেকাল

     সাইফুল ইসলাম 

    টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের কাঞ্চনপুর ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুল হামিদ খান মানু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আল-মানার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ খান মানুর ইন্তেকাল


    পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ইন্তেকালে কাঞ্চনপুরসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    মরহুম আব্দুল হামিদ খান মানু ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদের মেঝো ছেলে । রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত ও সক্রিয় নেতা ছিলেন। একই সঙ্গে সাবেক ফুটবলার হিসেবে ক্রীড়াঙ্গনেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

    মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

    মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর ৩.১৫ মিনিটে  অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

    আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সকলকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করুন—আমিন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728