বাসাইলে কাউলজানী ইউনিয়ন ছাত্রদলের কমিটি অনুমোদন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে কাউলজানী ইউনিয়ন ছাত্রদলের কমিটি অনুমোদন

    নিজস্ব প্রতিবেদক: বাসাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ৪ জানুয়ারি ২০২৬ তারিখে বাসাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বিজয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।




    নবগঠিত এই কমিটিতে ফিরোজ খান-কে আহ্বায়ক এবং মোহাম্মদ ইউনুস-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কমিটিতে  আবু বক্কর ইসলাম শাওন, সিয়াত হাসান, তমাল আহম্মেদ, আল আমিন মিয়া, তানভীর সাইফসহ ২১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।






    উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে নবনির্বাচিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728