বাসাইলে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
মাসুদ রানা: টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ধান মাড়াই করার মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ মে ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে ৫জন কৃষকের হাতে ৫টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ৬ জন কৃষককে ৬টি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ,সাধারন সম্পাদক মির্জা রাজিক,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ প্রমুখ।
No comments