টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

    রাইসুল ইসলাম লিটন


    টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(১ জুন) এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। 
    টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

     
     
    টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী। স্বাগত বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. একেএম আনিছুর রহমান। 
     
    এর আগে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের  কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 
     
    বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন অ্যাথলেটিক্স ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থীদের দুধ পান করানো হয়।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728