মির্জাপুরে ইউএনওর উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরে ইউএনওর উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ

    মো. জাহাঙ্গীর হোসেন:

    টাঙ্গাইলের মির্জাপুরে বিলুপ্তপ্রায় ১৪ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে এই কর্মসূচী শুরু করা হয়েছে। 

    মির্জাপুরে ইউএনওর উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ

     

    বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে ভাওড়া ইউনিয়নের কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়।

     (ইউএনও) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ।


    ইউএনও জানান,  তিনি উপজেলার ১৪ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই ফলজ বৃক্ষের চারা বিতরণ করবেন। প্রতিটি ইউনিয়নে এক হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728