টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৯ জুন) টাঙ্গাইল স্টেডিয়ামে ওই টুর্নামেণ্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

    জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা
    পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিন প্রমুখ।



    প্রকাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেণ্টে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, সরকারি শামসুল হক কলেজ, মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, মওলানা ভাসানী আদর্শ কলেজ, গোপালপুর সরকারি কলেজ, সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় অংশগ্রহণ করছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728