কালিহাতীতে নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
রাইসুল ইসলাম লিটন:
টাঙ্গাইলের
 কালিহাতীতে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের সাড়ে ৩ ঘন্টা পর শাজাহান
 খলিফা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। 
বৃহস্পতিবার (২২ জুন)বিকাল সাড়ে ৫ টার দিকে বীরপাকুটিয়া শ্মশান ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত শাজাহান খলিফা (৭০) উপজেলার বীরপাকুটিয়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।
 
 নাগবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাইয়ুম বিপ্লব জানান,  শাজাহান খলিফা দুপুর
 ২ টার দিকে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে বিকাল সাড়ে ৫ দিকে টাঙ্গাইলের
 ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিখোঁজের পর নদীতে নেমে খুঁজে না পেয়ে, ফায়ার সার্ভিসকে খবর দিলে  একটি ডুবুরির দল তার লাশ উদ্ধার  করে। 
টাঙ্গাইল ফায়ার স্টেশন লিডার বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 
 
 
 
 
 
No comments