বাসাইলে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বাসাইল প্রতিনিধি:


    টাঙ্গাইলের বাসাইলে পাঠকপ্রিয় দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

    বাসাইলে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য শরিফুজ্জামান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, সাংবাদিক সহদেব সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক মজলুমের কষ্ঠ পত্রিকার বাসাইল প্রতিনিধি ও বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া। 

    প্রসঙ্গত, মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত দৈনিক মজলুমের কণ্ঠ ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করেছে। উপলক্ষ্যে পত্রিকাটির বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। জেলার ১২টি উপজেলায় একযোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728