মির্জাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
শিলা আক্তার, মির্জাপুর :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় মির্জাপুর জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাঠ কর্মকর্তা লিপুস মৃ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল কেয়ার ও KOICA বাংলাদেশ প্রকল্পের পরিচালক ডা. সানাং লিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুহাম্মদ আলী ও ডা. সাইফুল ইসলাম।
সভায় বক্তারা ডায়াবেটিস রোগের ঝুঁকি, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের জন্য একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
KOICA, গ্লোবাল কেয়ার, পিএমসি ও কুমুদিনী হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। বিপুল সংখ্যক মানুষ এই সেবা গ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস।

No comments